ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অবৈধ অভিবাসীদের রোয়ান্ডা পাঠানোর পরিকল্পনা আন্তর্জাতিক আইন বিরোধী-জাতিসংঘ

ব্রিটবাংলা ডেস্ক : ছোট্ট নৌকায় অবৈধ পথে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশকারী অভিবাসীদের রোয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহের ভেতরেই একটি ফ্লাইট পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে জাতিসংঘের রিফিউজি এজেন্সি। এছাড়া দেড় শতাধিক চ্যারিটি এবং ক্যাম্পেইনার গ্রুপ এই পরিকল্পনা বাতিলের জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
পাইলট প্রজেক্টের অংশ হিসেবে প্রাথমিকভাবে পূর্ব আফ্রিকার দেশ থেকে আসা অবিবাহিত অর্থাৎ সিঙ্গেল অভিবাসীদের রোয়ান্ডায় পাঠানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পুরো প্রকল্পটি আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য করেই পরিকল্পনা করা হয়েছে। তবে প্রকল্পটি আইনী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও মনে করছেন তিনি।

অবৈধ অভিবাসীদের পাঠানোর জন্যে হোম সেক্রেটারী প্রীতি পাটেল বৃহস্পতিবার রোয়ান্ডা সরকারের সাথে ১শ ২০ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তিও স্বাক্ষর করেছেন। তবে হোম সেক্রেটারী নিজেও বলেছেন, এ নিয়ে হোম অফিস আইনী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কিন্তু তাতে কেউ সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইউকের অন্তত ১শ ৬০টি চ্যারিটি সংস্থা এবং ক্যাম্পেইন গ্রুপ এই পরিকল্পনা বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংসদেও বিরোধী দলগুলোও এই প্রকল্পের সমালোচনা করেছে।

উল্লেখ্য ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গত বছর অন্তত ২৮ হাজার ৫শ ২৬ জন অভিবাসী ইংল্যান্ডে প্রবেশ করেছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮ হাজার ৪শ ৪ জন। বৃহস্পতিবার রোয়ান্ডার সঙ্গে পাইলট প্রজেক্টের চুক্তি স্বাক্ষরের দিনই ১৪টি নৌকা যোগে অন্তত ৫শ ৬২জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে।

Advertisement