পাকিস্তানকে হারিয়ে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। এই শিরোপা জয়ের মাধ্যমে এক অনন্য রেকর্ডের মালিক হয়েছে ইংল্যান্ড। যা অন্য কোন দলের নেই। সেটি হলো ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে পর পর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়।২০১৯ সালে ঘরের মাঠে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলো ইংল্যান্ড। ওয়ানডের পর ইংল্যান্ডের ক্যাবিনেটে এখন শোভা পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। একই সময়ে একত্রে দুই বিশ্বকাপ ট্রফি ক্যাবিনেটে রেখে অনন্য রেকর্ড গড়লো ইংল্যান্ড। বিশ্ব ক্রিকেটে পরের বিশ্বকাপ হবে ২০২৩ সালে। সেটি ওয়ানডে বিশ্বকাপ। তার আগ পর্যন্ত একত্রে ওয়ানডে ও টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন থাকবে ইংল্যান্ড।
Advertisement