ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের শেফিল্ড শহরে এক গাড়ি দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে শহরের বেনহ্যাম রোড এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো দু’ মহিলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একটি ভি ডাব্লিউ গল্ফ ডার্নাল অভিমুখি বেনহ্যাম রোডে অপর একটি যাত্রীবাহি ভিডাব্লিউ টৌরেন সেভেন সিটারকে আঘাত করে। দুর্ঘটনার টিক আগ মুহুর্তে গলফটিকে তাড়া করেছিল পুলিশ। দুর্ঘটনায় ৩৫ ও ৫০ বছর বয়সী দু’ পুরুষ এবং ৪১ বছর বয়সী এক মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। হাসপাতালে নেওয়ার পর ১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। একই গাড়ির আরো দু’ মহিলা যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন। এরমধ্যে ২২ বছর বয়সী এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। এদিকে পুলিশের তাড়া খাওয়া গলফ কারের তিন যাত্রীও আহত হয়েছেন। গ্রেফতারকৃত অবস্থায় তাদেরকে হাসপাতালে চিকিতসা দেওয়া হচ্ছে। তাদের বয়স ২৩, ১৭ এবং ১৮ বছর। হতাহতরা স্লোভাকিয়া ও পাকিস্তানি বংশোদ্ভুত বলে জানা গেছে।
এ ঘটনার তদন্ত শুরু করেছে ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট।