ইংল্যান্ডে কলার বক্সে ২৩০০ কেজি কোকেইন উদ্ধার

ব্রিটবাংলা ডেস্ক : কলাম্বিয়া থেকে কলার বক্সের মাধ্যমে ব্রিটেনে পাচার হওয়া প্রায় ১শ ৮৪ মিলিয়ন পাউন্ড বাজারমূল্যের অন্তত ২ হাজার ৩শ কেজি কোকেইন আটক করেছে ন্যাশনাল ক্রাইম এইজেন্সি। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মেট পুলিস জানিয়েছে, শনিবার শিপম্যান্টটি পোর্টসমাউথ বন্দরে পৌঁছে। রোববার বর্ডার ফোর্স অফিসাররা গোপনে কোকেইনের চালান সরিয়ে, নির্ধারিত ঠিকানায় শীপম্যান্টের ৪১টি প্যালেট ডেলিভারী দেওয়ার জন্যে পাঠিয়ে দেন। এরপর বৃহস্পতিবার সশস্ত্র অভিযান চালিয়ে উত্তর ল-নের টটেনহ্যাম এবং এনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল এস্টেইট থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ৫ জন টটেনহ্যাম ইন্ডাষ্ট্রিয়াল এস্টেইটে শীপম্যান্টটি গ্রহণ করেন । বাকী ৫ জনকে এনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল এস্টেইট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জনকে অভিযুক্ত করেছে পুলিস। বাকীরা পুলিশী হেফাজতে রয়েছে।
উল্লেখ্য এর আগে ইংল্যান্ডে কলাম্বিয়া থেকে পাচার হওয়ায় বেশ কয়েকটি কোকেইনের চালান আটক করা হয়।

Advertisement