বিক্ষোভ সমাবেশ দমনে পুলিশকে ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদের বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে পুরো ইংল্যান্ডজুড়ে। শনিবার ল-নে পার্লামেন্ট স্কোয়ারের সামনে বিপুল সংখ্যক জনতা বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তী করতেও দেখা গেছে। ধারাবাহিকভাবে শুক্রবার রাতেও বিক্ষোভ হয়েছে ব্রিস্টলে। প্রায় ১ হাজারের বেশি বিক্ষোভকারীকে বিক্ষোভ করতে দেখা গেছে। গত ২১ শে মার্চ ব্র্রিস্টলে প্রথম এই বিক্ষোভ রায়টে পরিণত হয়েছিল। সিটি সেন্টারের সামনে বেশ কয়েক জন পুলিশ অফিসার এতে আহত হন। ২৩ শে মার্চ দ্বিতীয় দফা বিক্ষোভে অন্তত ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৬শে মার্চের বিক্ষোভ থেকে আরো ১০ জনকে গ্রেফতার করা হয়। বিস্ট্রলের পর লন্ডন, নিউক্যাসল বার্মিংহ্যাম এবং লিভারপুলেও পুলিশের ক্ষমতায়নের প্রতিবাদে বিক্ষোভ হয় শনিবার।
এদিকে নর্দার্ন আয়ারল্যান্ডের দক্ষিণ বেলফাস্টে শুক্রবার রাতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। পুলিশের গাড়ি লক্ষ কোরে বিক্ষোভকারীরা পেট্টল বোমা, বোতল এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ১৫ জন পুলিশ অফিসার আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১৩ এবং ১৪ বছরের দুই কিশোরও রয়েছে।
ইংল্যান্ডে পুলিশের ক্ষমতায়নের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
Advertisement