ইইউ নির্বাচন : ক্যাম্পেইন শুরু করেছে নাইজেলের ব্রেক্সিট পার্টি

ব্রিটবাংলা ডেস্ক : ব্রেক্সিট নিয়ে ইইউরোপিয়া ইউনিয়নের সঙ্গে ঝুলে গেছে বৃটেইন। আগামী ২২শে মে’র আগে ব্রেক্সিট ডিলে সমঝোতা হলে ঐদিনই ব্রেক্সিট হবে। আর নাহলে ২৩শে মে’র ইইউ নির্বাচনে বাধ্য হয়েই অংশ নিতে হবে ব্রিটেনকে। এদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ব্রেক্সিট পার্টি নামে নতুন রাজনৈতিক পার্টির গঠন করেছেন সাবেক ইউকিপ লিডার নাইজেল ফারাজ। শুক্রবার কভেন্ট্রিতে দলের প্রথম সভা হয়। আগামী ২৩ শে মে থেকে ২৬ শে মে পর্যন্ত ইউরোপিয়ান পার্লামেন্টারী নির্বাচনী হবে। আর ইউকেতে ভোট গ্রহণ হবে ২৩শে মে। নির্বাচনে ৭০জন প্রার্থীর তালিকা তৈরী করেছে ব্রেক্সিট পার্টি। এরমধ্যে টোরি পার্টির প্রথম শ্রেণীরা ব্রেক্সিটিয়ার এমপি জ্যাকব রিজ-মগের বোন এ্যানুনজীয়াতা রিজ মগও রয়েছেন। ব্রেক্সিটে বিলম্বের ফলে বৃটেনকে ইইউ নির্বাচনে অংশ নিতে হচ্ছে। যদিও চ্যান্সেলার ফিলিপ হ্যামন বলেছেন, দেরিতে হলেও ব্রেক্সিট হবেই। তাই এই নির্বাচনে অংশ নেওয়া অর্থ এবং সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। আগামী ২২শে মের ভেতরে ব্রেক্সিট ডিলে সমঝোতায় পৌঁছতে পারলে ২৩শে ইইউ ভোটে অংশ নিতে হবে না বৃটেনকে। ইইউ নির্বাচনে ভোট গ্রহণের জন্যে প্রায় ৩৯ হাজার সেন্টার স্থাপন করা হবে। ইইউর গত নির্বাচনে ১০৯ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছিল ব্রিটিশ সরকারের। এবার কতো হবে তার কোনো ধারণা নেই। যদিও আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ব্রেক্সিটের সময় বাড়াতে ইইউর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরিসা মে।

Advertisement