ব্রিটবাংলা ডেস্ক : কন্টাক্টলেস টেকনোলজির ফলে ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে ডেবিট কার্ড ব্যবহারে। দৈনন্দিন কেনাকেটায় ক্রেতারা নগদ অর্থের চাইতে ডেবিট কার্ডই বেশি ব্যবহার করছেন কন্টাক্টলেসের ফলে।
ইউকে ফাইনান্স এক রিপোর্টে জানিয়েছে, গত বছর ডেবিট কার্ডে প্রায় ১৩ দশমিক ২ বিলিয়ন পেমেন্ট পরিশোধ করা হয়েছে। যা এর আগের বছরের তুলনায় তা ১৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে নগদ অর্থে অর্থাৎ নোট এবং কয়েন দিয়ে পেমেন্ট পরিশোধ করা হয়েছে ১৩ দশমিক ১ বিলিয়ন। যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ কমেছে। গত বছর প্রায় ৩ দশমিক ৪ মিলিয়ন মানুষ তাদের দৈনন্দিন লেনদেনে পারত পক্ষে নগদ অর্থ ব্যবহার করেছেন।
ইউকে ফাইনান্সের মতে, ২০১৭ সালে প্রায় সব ধরনের প্রায় ১৫ শতাংশ পেমেন্ট পরিশোধ করা হয়েছে কন্টাক্টলেন্স কার্ডের মাধ্যমে। আগামী এক দশক পরে এই সংখ্যা ৩৬ শতাংশে চলে যাবে বলে ধারণা করছে ইউকে ফাইনান্স। অনলাইন শপিংসহ ছোট-বড় বিভিন্ন লেনদেনে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে কার্ড ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে ইউকে ফাইনান্স। বিশেষ করে ২৫ থেকে ৩৪ বছর বয়সী ক্রেতাদের মধ্যে কন্টাক্টলেসের জনপ্রিয়তা অনেক বেশি।
Debit card payments have overtaken cash use for the first time, new figures show, as contactless technology takes a firm hold on day-to-day spending.
A total of 13.2 billion debit card payments were made last year, a rise of 14% on the previous year, according to banking trade body UK Finance.
That outstripped the 13.1 billion cash payments made, as the use of notes and coins dropped by 15%.
An estimated 3.4 million people hardly used cash at all during the year.
In 2017, contactless cards accounted for 15% of all payments, but UK Finance – which represents the major banks – has predicted this proportion to rise to 36% a decade later. The growth of online shopping and card acceptance among smaller traders would lead to further growth in debit card use in general, UK Finance said.
Young consumers, aged between 25 and 34, were most likely to make contactless payments. Those who shunned cash entirely were also most likely to be among this age group.