ব্রিটবাংলা ডেস্ক : ইউকেতে প্রায় ১৬ বছর কাজ করার পর ভিসা জটিলতায় পড়েছেন নেপালের ইএনটি অর্থাত নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডক্টর শাশি এওয়াই।
সম্প্রতি তার বিয়ে ভেঙ্গে যাওয়ার পর ইউকেতে স্থায়ীভাবে বসবাসের জন্যে তিনি হোম অফিসে আবেদন করেন। তার আবেদনপত্রটি প্রক্রিয়াধিন থাকার ফলে গত ১৮ মাস যাবত তিনি তার কর্মস্থল ইস্ট সারি হাসপাতালে কাজ করতে পারছেন না।
ডক্টর শাশির বিশেষ দক্ষতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে হোম অফিসের প্রতি আহ্বান জানিয়েছে ইস্ট সারি হাসপাতাল।
এছাড়াও তার পক্ষে পঁচিশ হাজারের বেশি মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। যদিও ডক্টর শাশির আবেদনটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে হোম অফিস।
A doctor who has worked in the UK for 16 years is facing deportation after her application to stay was refused following her marriage breakup.
Dr Shashi Awai, from Nepal, has not been able to work at East Surrey Hospital’s Ear Nose and Throat (ENT) department for 18 months while her application is processed.
More than 2,500 people have signed a petition for her to be allowed to stay.
The Home Office said it was reviewing the case.
Dr Awai, who is seeking indefinite leave to remain, said: “I have worked very hard and long to establish myself as a doctor.
The Doctors’ Association UK has said there are currently more than 10,000 posts for doctors in the NHS that are proving “almost impossible” to fill.
In April, the hospital’s ENT lead clinician Karan Kapoor wrote to Reigate MP Crispin Blunt and said: “To date we have not been able to successfully fill the position left vacant by her departure on a long-term basis.
Chief executive of Surrey and Sussex Healthcare NHS Trust (Sash) Michael Wilson said he could not comment on an individual case, but said: “We have highly skilled and specialist individuals and teams at Sash who provide high quality care.”
A Home Office spokesman said: “All visa applications are considered on their individual merits and in line with the immigration rules.