ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে মোতায়েন করা পদাতিক সেনাদের প্রায় এক-তৃতীয়াংশ হয়ত হারিয়েছে রাশিয়া। ডনবাস অঞ্চলে লড়াইয়ে সুবিধা করতে পারছে না এবং সম্ভাব্য সময়সীমা থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।সামরিক গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী টুইটারে লিখেছেন, প্রথমদিকে ছোট ছোট অগ্রগতি হলেও গত মাসজুড়ে রাশিয়া ভূখণ্ড দখল করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারেনি।তিনি আরও লিখেছেন, হয়ত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে মোতায়েন করা সেনাদের এক-তৃতীয়াংশ হারিয়েছে রাশিয়া।ব্রিটিশ গোয়েন্দা তথ্যে আরও বলা হয়েছে, আগামী ৩০ দিনে রাশিয়ার নাটকীয় অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।২৪ ফেব্রুয়ারি আক্রমণের পর ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়াকে রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা বাতিল করতে বাধ্য করেছে। উত্তর-পূর্বাঞ্চলেও দ্রুত জয় পায়নি তারা। এমনকি দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকেও রুশ সেনাদের বিতাড়িত করছে ইউক্রেন।রাশিয়া নিয়ন্ত্রিত ইজিউম শহরে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী রবিবার জানিয়েছে, গত মাস থেকে প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া ডনবাসের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এগোচ্ছে।
ইউক্রেনে পাঠানো সেনাদের এক-তৃতীয়াংশ হারিয়েছে রাশিয়া: যুক্তরাজ্য
Advertisement