ব্রিট বাংলা ডেস্ক : ভেনিজুয়েলায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে এবং পর্তুগিজ রাষ্ট্রদূতকে তিন দিনের মধ্যে সে দেশ থেকে চলে যেতে বলা হয়েছে।
ফলে এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। জানা গেছে, গণতন্ত্রের ক্ষতি করার অভিযোগে ভেনিজুয়েলার ১৯ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সম্মত হন।
এর দুই দিন পর রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তে পেড্রোসার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপের ঘোষণা দেন ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা।
জর্জ আরিয়াজা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তার দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত ইসাবেল ব্রিলহান্তকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে তিন দিন সময় দেওয়া হয়েছে।
তবে ভেনিজুয়েলার এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কারাকাসের প্রতি দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র নাবিলা মাসরালি বলেন, এই সিদ্ধান্তে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ সিদ্ধান্তের ফলে ভেনিজুয়েলা আন্তর্জাতিক অঙ্গন থেকে আবারো বিচ্ছিন্ন হয়ে যাবে। সিদ্ধান্তটি পরিবর্তনের আহ্বান জানাচ্ছি। আলোচনার মাধ্যমে চলমান সঙ্কট কাটানো যেতে পারে।