ইচ্ছাকৃতভাবে করোনা ছড়ানোর দায়ে চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা!

ব্রিট বাংলা ডেস্ক :: চীনের উহান শহর থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনাভাইরাস ছড়ানোর দায়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভরতের বিহারের মুজফফরপুর আদালতে এই মামলা দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে। শুধু একা শি জিংপিং নয়, মামলা করা হয়েছে ভারতে চীনের রাষ্ট্রদূত সান উইডংয়ের বিরুদ্ধেও।

বিহারের আদালতে মামলাটি দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী। মামলাটি মুজফফরপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে করেছেন ওই আইনজীবী। তার দাবি, সারা বিশ্বে ইচ্ছাকৃতভাবে এই মারণ ভাইরাস ছড়াচ্ছে চীন। আগামী ১১ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন মামলাকারী।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মারণ ভাইরাস চীনা ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছে। বায়োলজিক্যাল মারণাস্ত্র তৈরি করার স্বার্থেই এই ভাইরাস বানিয়েছে চীন। যদিও চীনের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, তাদের দেশের নাম খারাপ করার জন্যই এই ভাইরাস চীনে ছড়িয়েছে যুক্তরাষ্ট্র।

Advertisement