ইতালীতে আওয়ামীলীগের সাবেক দুই মন্ত্রী ও হুইপকে সংম্বর্ধনা

ফাহিমা হোসেন, ইতালী : ইতালী আওয়ামী লীগের উদ্যোগে রোম সফররত তিন সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় রাজধানী রোমের তরপিনাত্তারায় সুন্দরবন রেষ্টুরেন্টের হলরুমে ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান ইকবালের পরিচানায় এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ডাঃ আফসারুল আমীন ও দশম জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সচিব অপরুপ তালুকদার, বাংলাদেশ দূতাবাস ইতালীর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ সহ সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া,সহ হাবীব চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, আওয়ামীলীগের জামান মোক্তার , হাবীব মকদম,মলি জামান,এলিন আহমেদ মিঠু,ফারুক ফরাজী,সুজন,যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম,রোম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন,সাধারন সম্পাদক খলিল বন্দুকছি,সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাসুদ রানা ,মহিলা আওয়ামীলীগের সাংগঠনি সম্পাদিকা নিলুফার নীলা,শামীমা পপি,আমরা মুক্তিযোদ্ধা সন্তান ইতালী শাখার সভাপতি মুজাহিদ রতন,সাধারন সম্পাদক খান রিপন ইতালী আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা।সাবেক মন্ত্রী এবি তাজুল ইসলাম তার বক্তব্য বলেন,বর্তমান বাংলাদেশের রাষ্ট্র নায়ক শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী না হলেও চলবে কারন দেশকে উন্নয়নের মহাসড়কে দাড় করিয়ে দিয়েছে। কিন্তু সকল ক্ষেত্রে এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে দেশের মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে তাকে।সাবেক প্রথমিক ও গণ শিক্ষা মন্ত্রী ডাঃ আফসারুল আমিন বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে শিক্ষা ব্যবস্থা আর অনেক দুর এগিয়েছে। বছরের প্রথম দিন দেশের সকল ছাত্রছাত্রীদের মাঝে বই পৌছে দেওয়া একমাএ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম তার বক্তব্য বলেন, যতবার আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে। আগামী নির্বাচনেও নিজ নিজ এলাকায় গিয়ে নৌকার পক্ষে কাজ করবেন সেই অনুরোধ রইল। ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার যোগ্য পুত্র আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঠিক দিক নির্দেশনায় দেশ আজ প্রায় শতভাগ ডিজিটাল বাংলাদেশে পরিনত হতে যাচ্ছে। জয়ের হাত ধরে আইটি সেক্টর উন্নত দেশের ন্যায় মাথা উচু করে দাড়াবে এমন প্রত্যাশায় আছি।বাংলার তরুন এবং ছাএ সমাজের নয়নের মনি সজীব ওয়াজেদ জয় । তার চিন্তা চেতনায় তরুনদের কাছে বিশ্ব এখন হাতের মুঠোয়।

Advertisement