ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যকরি পরিষদের মনোনয়ন পত্র জমা নেওয়া হয়েছে

আনুষ্ঠানিকভাবে ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যকরি পরিষদের মনোনয়ন পত্র জমা নেওয়া হয়েছে। গত শনিবার ইস্ট লন্ডনের আপটন পার্কের একটি ক্যাফেতে উপদেষ্টা পরিষদ এক সভায় সম্ভাব্য প্রার্থীদের মনোনয়পত্র গ্রহন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ ও সভা পরিচালনা করেন উপদেষ্টা জহিরুল ইসলাম।

আলোচনা সভার মাধ্যমে মনোনয়ন পত্র এক এক করে প্রধান উপদেষ্টার নিকট জমা দেয়া হয়।

সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট কমিটির জন্য নির্বাচন হবে। ২১জন সদস্য পদবি সহ,৬ জন কার্যকরি পরিষদের সদস্য। সম্ভাব্য পদপ্রার্থীরা হলেন:

১.সভাপতি ….  ……..রেজাউল করিম মৃধা।

২.সিনিয়র সহ-সভাপতি ….খন্দকার কামাল খোকন।

৩.সহ-সভাপতি………..মোঃ আবু নোমান।

৪.সহ-সভাপতি…….শামীনা নাসরিন সপ্না বাবলী।

৫.সহ-সভাপতি……..মোস্তাফিজুর রহমান।

৬.সহ-সভাপতি……….শামছুন্নাহার শিল্পী।

৭.সহ-সভাপতি….এডভোকেট মেহেরুন্নেছা।

৮.সাধারন সম্পাদক …মনিরুজ্জামান খান টিপু।

৯.সহ-সাধারন সম্পাদক ………শাহ আলম হাবীব।

১০.সহ-সাধারন সম্পাদক ….মাসুম বিল্লাহ।

১১.সহ-সাধারন সম্পাদক ……..নূরে আলম রতন।

১২.সহ-সাধারন সম্পাদক …শাহদাৎ হোসেন  মাহাবুব।

১৩.সাংগঠনিক সম্পাদক ……..মহিউদ্দিন আহম্মেদ টুটুল।

১৪.সহ-সাংগঠনিক সম্পাদক ……রবিউল হোসাইন।

১৫.কোষাধ্যক্ষ ………..জয় ইসলাম মনির।

১৬.দপ্তর ও সহ-কোষাধ্যক্ষ……..মোক্তার হোসেন।

১৭.সাংস্কৃতিক সম্পাদক …শফিকুল ইসলাম.

১৮.ক্রীড়া সম্পাদক ….মুকিম উদ্দিন মরাদ।

১৯.শিক্ষা,তথ্য ও আইন ..মহসিনা আহমেদ মুনা।

২০.মহিলা সম্পাদিকা……..সেলিনা আক্তার জোসনা।

২১.প্রচার সম্পাদক …………..মোঃইয়াসিন।

কার্যকরি পরিষদের সদস্য

“”””””””””””””””

১.শাহনাজ সুমী।

২.জসিম উদ্দিন মোল্লা।

৩.মন্জুরী মন্ডল।

৪.মোঃআব্দুল মান্নান।

৫.জাহাঙ্গীর খান।

৬.মিজানুর রহমান।

এসব প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী না থাকলে তাঁরাই চুড়ান্তভাবে নির্বাচিত হবেন। বিজ্ঞপ্তি

Advertisement