বিশেষ প্রকাশনা –
আনন্দ যাত্রা”
নতুন প্রজন্ম একেঅন্যের কাছাকাছি নিয়ে আসা ও দেশের শিকড়কে মনে করিয়ে দিতে প্রতিবাবের মতো এবার ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক বনভোজন শনিবার ডরসেট শহরের ডারলু ডুর এ অনুষ্ঠিত হয়।
লন্ডনের ৪টি স্থান থেকে নির্ধারিত চারটি বাস করে সকাল ছেড়ে যায় ডারলু ডুর এর উদ্দ্যোশে ।
দুপুর ১.৩০ মিনিটে অনাবিল সুন্দর জায়গাটিতে পৌছে যায় ।
সুবজ ঘাষের উপর চাদর বিছিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয় ।
সংগঠনের সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃদার পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে তিনজনকে বিএইচ এর সৌজন্য তিনটি আকর্ষনীয় পুরস্কার প্রধান করা হয় ।
অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাইদুর রহমান লস্কর, একাউন্টেন্ট মাহবুব মোরশেদ, ইস্ট হ্যামের লেবার দল নেতা ফয়জুর রহমান, হাবীবুর রহমান শহীদ, জাকির হোসেন, আবু নোমান সহ আরো অনেকে ।
অনুষ্ঠান শেষে সবাই ছুটে পাহাড়ের পাদদেশে সাগরের ছোয়া নিতে ।
অপরুপ সৌন্দর্য্যের এই জায়গায় প্রতিটি পরিবার সৌন্দয্য উপভোগ করার পাশাপাশি নতুন প্রজন্ম একে অন্যের সাথে পরিচয় হওয়ারও সুযোগ পায়।
এক পরিবার অন্য পরিবারের কাছাকাছি আসার সুযোগ পায় বললেন সংগঠনের আয়োজকরা ।
ACB@17