ইতালী প্রবাসী মিন্টু মিয়া লন্ডনে মৃত্যুবরন করেছেন

মিন্টু মিয়া – ইতালী প্রবাসী,গ্রাম নারানপুর থানা,নবীনগর

জেলা-ব্রাহ্মনবাড়িয়া বাংলাদেশ ।

২০ নভেম্বর ষ্টানস্টেড এয়ারপোর্টে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে এম্বুলেন্সে করে বাসিলটন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর,তিনি স্ত্রী ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন ।
উল্লেখ তিনি দীর্ঘ দিন ধরে ইতালীর মালো, ভিসেনসায় স্বপরিবারে বসবাস করে আসছেন ।

ইউকে তে বসবাসের উদ্দেশ্যে তিনি ১২ই নভেম্বর বেড়াতে এসেছিলেন ।

তার অকাল মৃত্যুতে যুক্তরাজ্যস্থ ইতালীপ্রবাসী বিশিষ্ট জন,শোকাহত পরিবার কে শোক ও সমবেদনা জানিছেন ৷

এ ছাড়া যে কোন তথ্যের জন্য যোগাযোগ নাম্বার:
07404500848
07550541164

Advertisement