ইতিহাস বিকৃতি: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সতর্ক করে রায়

ব্রিট বাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের বইয়ে ইতিহাস বিকৃতির ঘটনায় বইটি লেখা ও প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করে রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত বলেছেন, প্রথমে বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে ইতিহাস বিকৃতি করে তারা যে অপরাধ করেছিল, পরে ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্টদের ঐকান্তিক ও আপ্রাণ প্রচেষ্টার কারণে তাদের অপরাধ ম্লান হয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ই এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে ইতিহাস বিকৃতির ঘটনায় জারি করা রুলের শুনানি শেষ হয়। বইটি ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়। তদন্ত প্রতিবেদনের মতামত অংশে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ ব্যাংকের নামকরণ করেন। বইটির দ্বিতীয় অধ্যায়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত রয়েছে। এ কারণে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে অন্তর্ভুক্ত করা অত্যাবশ্যক ছিল। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বঙ্গবন্ধুর ছবি খুঁজে পাওয়া যায়নি- এ যুক্তিতে বঙ্গবন্ধুর ছবি বইয়ে অন্তর্ভুক্ত না করার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করায় ইতিহাস বিকৃত হয়েছে মর্মে কমিটি মনে করে।

প্রতিবেদনে আরও বলা হয়, বইটিতে তদানীন্তন পকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং তদানীন্তন পূর্ব পাকিস্তান গভর্নর মোনায়েম খানের ছবি সংযোজন না করা শ্রেয় ছিল এবং যা সবার ভুল মর্মে বইটির সম্পাদক স্বীকার করেন।
এরপর ২০১৯ সালের ১৯শে ফেব্রুয়ারি বইটির সম্পাদককে তলব করেছিলেন হাইকোর্ট।

Advertisement