ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত ৯৭৮, মৃত বেড়ে ৫৪

ব্রিট বাংলা ডেস্ক :: ইরানে করোনা ভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। আক্রান্ত হয়েছেন আরো ৯৭৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এমনটা জানিয়েছে। এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম প্রেসটিভি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানৌশ জাহানপুর রোববার বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন নতুন ৩৮৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। তিনি ইরানিদের নিজঘরে থাকার ও অপ্রয়োজনীয় যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, রোববার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৫৯৩ জন ও মৃতের সংখ্যা ছিল ৪৩ জন।
চীনের বাইরে কভিড-১৯ সংক্রমণে মৃতের হার সবচেয়ে বেশি ইরানে। দেশটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। দেশজুড়ে ভাইরাসটি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে রেভুলিউশনারি গার্ডস। বাহিনীটির এক কমান্ডার প্রেস টিভিকে জানিয়েছে, আমরা ভাইরাসটি নিয়ন্ত্রণে জনগণকে সাহায্য করতে দেশজুড়ে কেন্দ্র স্থাপন করেছি। এটি মোকাবিলায় আমাদের জাতীয় সহযোগিতা প্রয়োজন।

Advertisement