ইলিগ্যাল ওয়ার্কার : বন্ধ তৈয়ব এবং ১৮০ হাজার পাউন্ড জরিমানা : Tayyabs shut for ’employing illegal workers’

ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনের নাম করা হালাল রেস্টুরেন্ট তৈয়বকে প্রায় ১শ ৮০ হাজার পাউন্ড জরিমানা করেছে হোম অফিস। ইলিগ্যাল ওয়ার্কার রাখার অভিযোগে গত মঙ্গলবার থেকে রেস্টুরেন্টটি বন্ধও রাখতে হয়েছে।

ল্যাম্ব চপের জন্যে বিখ্যাত এই রেস্টুরেন্টটি ১৯৭২ সালে প্রতিষ্ঠা করা হয়। একটি পান্জাব পরিবারের পারিবারিক ব্যবসা এটি। এতে নিয়মিত কাস্টমারের পাশাপাশি ইউকের অনেক সেলিব্রেটিরাও বিভিন্ন সময় খেয়েছেন।

ইস্ট লন্ডনের ফিল্ডগেইট স্ট্রীটে এই রেস্টুরেন্টে গত ২৫ আগস্ট অভিযান চালায় হোম অফিস। এ সময় ৪০ জনকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। এর মধ্যে কারো কারো এদেশে কাজ করার বৈধতা একেবারেই নেই। কারো কারো ডকুমেন্ট প্রশ্নবিদ্ধ। সর্বমোট ৯জনকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর ৫ জনকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে হোম অফিস। বাকীদের হোম অফিসে গিয়ে হাজিরা দিতে হবে সময় মতো।

হোম অফিস জানিয়েছে, ইতোমধ্যেই তৈয়ব রেস্টুরেন্টতে ৯৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। সর্বশেষ অভিযানের পর সর্বমোট ১শ ৮০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হবে তৈয়বকে। বৃহস্পতিবার স্ট্রাটফোর্ড ম্যাজিস্ট্রেইট কোর্টে এ বিষয়ে শুনানি হয়েছে। ৩১ শে আগস্ট রেস্টুরেন্টটি খুলা হবে বলে রেস্টুরেন্টের সামনে একটি নোটিশ ঝুলানো হয়েছে।

বিখ্যাত এই রেস্টুরেন্টটি গত বছর টাইম আউট লাভ লন্ডন এওয়ার্ড অর্জন করে। লন্ডনের শীর্ষ একশটি রেস্টুরেন্টের মধ্যে তৃতীয় হয়। কারি ইন্ডাস্ট্রিতে বিশেষ অবদানের জন্যে ২০১৫ সালে তৈয়বের প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ তৈয়বকে লাইফ টাইম এ্যাচিভমেন্ট এওয়ার্ড দেওয়া হয়।

 

Tayyabs shut for ’employing illegal workers’

One of London’s top curry houses was temporarily shut by officials for allegedly employing illegal workers.

Family-owned Punjabi restaurant Tayyabs, in Whitechapel, has been closed since Tuesday after being raided by immigration officers last week.

The East End institution, where queues are common for fans of their tandoori lamb chops, opened in 1972 and boasts actress Christina Hendricks and retail expert Mary Portas among its celebrity supporters.

Following a raid by the Home Office’s Immigration Enforcement agency, it was alleged that some of the 40 staff at the award-winning eatery were working illegally or lacking correct permits.

Of nine offenders that have been identified, five Pakistani nationals are being deported, the Home Office said.

A spokesman added that the eatery already owes fines of £95,000, while the latest notice to be served carries fines of up to £180,000.

The restaurant responded with a note which read: “As you are aware our restaurant has been issued with a closure notice. We are working hard to resolve this matter.

“We hope to open by Thursday 31st August. Sorry for the inconvenience.”

It was third in the Yelp Top 100 Eateries in London last year, has won a Time Out Love London Awards, and was this month listed on the Evening Standard’s 45 of the capital’s must-try places to eat.

Former Conservative Employment Minister Esther McVey applauded late founder Mohammed Tayyab with a lifetime achievement award for services to the curry industry in 2015.

The restaurant reopened as a hearing was scheduled to take place at Stratford magistrates’ court on Thursday afternoon.

A Home Office spokesman said: “Acting on intelligence, Immigration Enforcement officers visited Tayyabs, Fieldgate Street, Whitechapel on Friday, August 25.

“Nine offenders were encountered. Six Pakistani nationals were arrested, with five of them being detained while steps are taken to remove them from the UK. The sixth is required to report regularly to Immigration Enforcement.

People with information about suspected immigration abuse can contact gov.uk/report-immigration-crime or call Crimestoppers on 0800 555 111.

Advertisement