ইসরাইল-হামাস সংঘাত নিয়ে যখন চারিদিকে আলোচনা চলছে তখনই ইসরাইলের কাছে ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এতে জানানো হয়েছে, গত ৫ মে মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিক্রয় সম্পর্কে অবহিত হয়েছিল। বর্তমানে যে সহিংসতা চলছে তা শুরু হওয়ার এক সপ্তাহ আগের ঘটনা সেটি। বাইডেনের কয়েকজন ডেমোক্র্যাট সহকর্মী তার এই বিক্রয় নিয়ে বিরোধিতা করছেন। তারা প্রেসিডেন্টের অস্ত্র বিক্রির অনুমোদনের সমালোচনা করেছেন। এ নিয়ে কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক সদস্য বলেন, ইসরাইলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরো হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে।এখন এটিকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের কাছে জানানো হবে। যদিও সাধারণত কংগ্রেস অনানুষ্ঠানিকভাবে সম্মত হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসে।তবে একবার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলে আইনপ্রনেতারা ২০ দিন সময় পাবেন এর বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য। যুক্তরাষ্ট্রের ফরেন এফেয়ার্স কমিটির এক মুখপাত্র জানিয়েছেন, গত ৫ই মে কংগ্রেসকে এ বিষয়ে জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী, বোয়িং ইসরাইলের কাছে এই অস্ত্র বিক্রি করবে।
ইসরাইলকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
Advertisement