ইস্ট লন্ডনের বাঙালী পাড়ায় ফের ডাকাতি : পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ

ব্রিটবাংলা ডেস্ক : সপ্তাহ না ঘুরতেই ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে একই রাতে আরো দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয় হোয়াইটচ্যাপল রোডের পঞ্চখানা রেস্টুরেন্ট এবং জালালাবাদ লো এসোসিয়েটস অফিসে। একই রাতে পাশের জুবিলীস্ট্রীটেও আরো একটি ডাকাতি সংঘঠিত হয়। এদিকে গত বৃহস্পতিবার সিডনি স্ট্রীটের ডাকাতির ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে। এ নিয়ে বিস্তারিত চ্যানেল এসে প্রচারিত কামাল মেহেদীর রিপোর্টটি আপাদের উদ্দেশ্যে তুলে দেওয়া হলো। নিচের লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন।

Advertisement