আহাদ চৌধুরী বাবু:উড্ডয়নরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মৃত্যুবরণকারী যাত্রী বৃটিশ নাগরিক বিয়ানীবাজারের এনাউল কাদের চৌধুরী (ইন্না —রাজিউন)।
মৃত্যবরণকারী বৃটিশ নাগরিক এনাউল হক চৌধুরী বিলেতের পরিচিত সাংবাদিক লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য আব্দুল কাদির চৌধুরী মুরাদের বড় ভাই ৷
তিনি সিলেটের বিয়ানী বাজার উপজেলার শেওলা চারখাই এর (দলইর বাড়ী)অধিবাসী বর্তমানে পূর্ব লন্ডনের পপলারের বসবাস করেন ৷
মৃত্যুকালে তিনি স্ত্রী চার সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ৷
তিনি বিয়ানী বাজারে বর্তমানে বিনিয়োগ করার কারনে প্রায়ই দেশে যান ৷
জানা যায়, বুধবার বিমানটি (ফ্লাইট নম্বর বিজি-০০১) যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল(র.) বিমানবন্দর ত্যাগ করে।
এসময় বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সংসদ সদস্য আব্দুল শহিদ এমপি।তিনি জানান, বিমানটি হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল ফোর-এ নামার কথা ছিল।
এসময় বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সংসদ সদস্য আব্দুল শহিদ এমপি।তিনি জানান, বিমানটি হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল ফোর-এ নামার কথা ছিল।
বিমানটি ভৌগোলিক আকাশ সীমানা আনুমানিক আফগানিস্তানে আকাশে উড্ডয়নরত অবস্থায় এনাউল কাদের অসুস্থ হয়ে পড়েন।
পরে বিমান কর্তৃপক্ষনিশ্চিত করে যে, যাত্রীটি মৃত্যবরণ করেছেন ।
পরে হিথ্রোতে অবতরণের পর আব্দুশ শহিদ এমপির মাধ্যমে তাকে রিসিভ করতে যাওয়া ব্রিট বাংলার কন্টিবিউটর নজরুল ইসলাম আব্দুশ শহিদের আহ্বানে সোসিয়্যাল মাধ্যমে একটি পোষ্ট দেন !
পোষ্টটি তুলে ধরা হলো -বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG0001 ফ্লাইটে লন্ডন হিত্রো টার্মিনাল ৪ আমি রিসিভ করতে গিয়েছিলাম আমার নেতা উপাধক্ষ আব্দুস শহিদ এম পি মহোদয়কে।এরাইভেল গেটে নেতার সাথে সৌজন্য কথা বলার পূর্বেই আমার হাতে তিনির স্মার্ট ফোন দিয়ে ফটো দেখিয়ে দুর্ঘটনার ব্রিফ দিয়ে বললেন নজরুল তাড়া তাড়ি একটি স্ট্যাটাস দিয়ে দাও সামাজিক মাধ্যমে যাতে করে পরিবারের লোকজন জানতে পারে।
সাবেক চিপ হুইপ তার ব্রিফ বিবরণীতে বলেন অদ্য ২০/১২/১০১৭ ইং মিস্টার আব্দুল কাদের চৌধুরী এবং আমি আব্দুস শহিদ এম পি বিমান বাংলাদেশের BG0001 ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে লন্ডন হিত্রো টার্মিনাল ৪ ইয়ারপোর্টে যাত্রা করছিলাম। ভৌগোলিক আকাশ সীমানা আনুমানিক আফগানিস্তানের আকাশে বিমান উড্ডয়ন রত অবস্থায় হবে। বিমান কর্তৃপক্ষ সঠিক অবস্থান বলতে পারবে। মিস্টার আব্দুল কাদের
চৌধুরী বিমানে অসুস্থ হয়ে পড়েন এবং বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভদ্রলোক মৃত্যবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
চোখের সামনে বিমানে আকাশে উড্ডয়নরত অবস্থায় সহযোগী যাত্রীর অনাকাঙ্কিত মৃত্য আমাকে ব্যাথিত করেছে। মৃত আব্দুল কাদের চৌধুরী সাহেবের পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাক রাব্বুল আল আমিন যেন পরিবারের সকলকে এই শোক সহিবার ধর্য্য দান করেন,আমিন।
আমি আসা করছি বিমান কর্তৃপক্ষ ইতি মধ্যে মৃত ভদ্র লোকের পরিচয় ঠিকানা নিশ্চিত করেছেন ।
যদি পরিবারের কোন সদস্য জানতে চান কি হয়েছিল বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে যোগযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।
যেটি আব্দুল কাদির মুরাদের দৃষ্টি আকৰ্ষণ করে ৷ আব্দুল কাদির মুরাদ ব্রিটবাংলা কে বলেন আমরা লাশ গ্রহনের পর ইস্ট লন্ডনে জানাযার পর দেশে নিয়ে যাবাে ৷
পরে পারিবারিক গোরুস্থানে দাফন করা হবে ৷ এদিকে তার আকস্মিক মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন
উপাধ্যক্ষ আব্দুস শহিদএমপি সহ ব্রিটবাংলা পরিবার
ব্রিটবাংলার এডিটর চ্যানেল এসের.হেড অব নিউজ কামাল মেহেদী নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু ব্যবস্থাপনা সম্পাদক লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আসম মাসুম ৷
Advertisement