এইবারকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

ব্রিট বাংলা ডেস্ক :: লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর আতোয়ান গ্রিজম্যানের গোলে এইবারকে ৩-০ ব্যবধানে হারালো বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো টানা দুইবারের চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ তাদের।

আজ (শনিবার) এইবারের মাঠে ১৩তম মিনিটে লিড নেয় বার্সেলোনা। স্বদেশি ক্লেঁমে লংলের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা গ্রিজম্যান। ৫৮তম মিনিটে জালের দিশা পান লিওনেল মেসি। তার গোলে অ্যাসিস্ট করেন গ্রিজম্যান। আট মিনিট পর গোলের খাতার নাম লেখান সুয়ারেজ। তার গোলের কারিগর আবার মেসি।

আজ রাতে মায়োরকার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন বার্সেলোনার পেছনে অবস্থান করছে কোচ জিনেদিন জিদানের দল। তবে মায়োরকার সঙ্গে ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে পুনরায় শীর্ষে উঠে যাবে রিয়াল।

Advertisement