ব্রিট বাংলা ডেস্ক :: ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হবে না। তবে আমরা ফলাফল পর্যন্ত অপেক্ষা করব।
আজ শনিবার (১লা ফেভব্রুয়ারি) বিকাল পৌঁনে ৫ টায় রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন ফখরুল।
ফখরুল বলেন, আজকে সিটি নিবাচন শুরুই হয়েছে বড় রকমের আচরণ বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালেই ভোট দিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, এটা সরাসরি নির্বাচনে হস্তক্ষেপের শামিল। কোনও ক্রমেই তার বক্তব্য নির্বাচনের আচরণ বিধির মধ্যে পড়ে না।
তিনি জানান, সকাল থেকেই বিএনপি নেতারা নিবাচন পর্যবেক্ষণ করেছেন। বিএনপি এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে, ভোটারদের আঙ্গুলেন ছাপ নিয়ে বুথ থেকে বের করে দেয়া হয়েছে। জোর করে ভোট দেয়ানো হয়েছে।
ক্ষমতাসীন দলের নেতাদের বিবৃতি হুমকি কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
নির্বাচনে ইভিএম ব্যবহারের কারণে যে ত্রুটিগুলো দেখা দিয়েছে সেগুলো উল্লেখ করেন তিনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে দলের অবস্থান জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।