ব্রিট বাংলা ডেস্ক :: এ বছর অক্টোবর মাসে শুরু হতে চলা এক্সপো-২০২০ এর প্রস্তুতিতে ব্যস্ত ছিল দুবাই। বিশ্বের অন্যতম এই ওয়ার্ল্ড এক্সপোতে গত বছরের উদ্যোক্তা চীনকে ছাপিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। তবে করোনা মহামারির কারণে দুবাই এক্সপো-২০২০ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
চলতি বছরের ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ২০২১ সালের ১০ এপ্রিল পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী আগামী বছরের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ বিশ্ব বাণিজ্য মেলা।
বিশ্ব বাণিজ্য মেলা বা ওয়ার্ল্ড এক্সপো, যা আকার, সময়কাল এবং দর্শনার্থীর সংখ্যার ক্ষেত্রে একটি মেগা আন্তর্জাতিক ইভেন্ট হতে যাচ্ছে। এটি একটি উৎসব এবং একটি প্ল্যাটফর্ম যেখানে সারা বিশ্বের মানুষ একত্রিত হয় এবং একে অপরের সাথে সংযুক্ত হয়, শিখতে এবং উদ্ভাবন করতে। চিন্তাভাবনা এবং তাদের ধারণাগুলো ভাগ করে নেওয়ার জন্য।
এক্সপো-২০২০ দুবাইয়ের আয়োজকরা বলেছেন যে তারা বিশ্বব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনের ঠিক এক বছর আগেই কাজ শেষ করা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং তা করছেন।
এক্সপো-২০২০ সাইটটি ৪.৩৮ বর্গকিলোমিটার বিস্তৃত এবং দুবাই এর দক্ষিণে এক্সপো সাইটের নতুন প্যান্ডেলগুলির কাজ শেষের পথেই এবং আয়োজকরা আশা করেছিলেন যে ছয় মাসের এ এক্সপো ইভেন্টে ২৫ মিলিয়ন দর্শনার্থীর স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন তারা। এক্সপো-২০২০ তে ১৯০ টিরও বেশি দেশ প্রতিনিধিত্ব করবে বলে আশা করা হচ্ছে। এক্সপো-২০২০ দুবাইয়ের থিমটি হল ‘কানেক্টিং মাইন্ডস’।
গতিশীলতা, স্থায়িত্ব এবং সুযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে ফস্টার ওপার্টনার্স, গ্রিমশাও আর্কিটেক্ট এবং এজিআই আর্কিটেক্ট কর্তৃক ডিজাইন করা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা প্যান্ডেল। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় প্যাভিলিয়নের নকশার কাজটি স্পেনীয় স্থপতি সান্টিয়াগো ক্যালতাভারার হাতে পড়েছে।
আয়োজকরা বলছেন, ২০২০ সালে ল্যান্ডস্কেপিং এবং এক্সপোর মালিকানাধীন ভবনগুলি সমাপ্ত করার লক্ষ্যে এখন পর্যন্ত ২১০ মিলিয়নেরও বেশি কর্মঘণ্টা কাজ করেছেন তারা। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিসেম্বরের শেষে জাতীয় প্যান্ডেল গুলির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।
দুবাই পরিকল্পনা করেছে যে ২০২০ সালের মতো একটি মিশ্র বাণিজ্যিক ও আবাসিক উন্নয়নে সাইটের অংশকে রূপান্তর করার মতো উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের মাধ্যমে ২০২০ এক্সপোর অবকাঠামো গুলোর ৮০% পুনরায় ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তাদের।
মহামারিজনিত কারণে ২০২০ এক্সপোতে কত লোক তাদের অতিথি হবে তা এখনও প্রশ্নে রয়েছে। তবে দুবাই বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও বাধ্যতামূলক মাস্ক পরা এবং শরীরের তাপমাত্রা পরিমাপসহ কঠোর নির্দেশিকা পালন করছেন তারা।
দুবাই এক্সপো ২০২০ এর মহাপরিচালক এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী রিম বলেন,‘আমরা আশা করি যে বিশ্ববাসী এখানে এসে একত্রিত হবে। মানবতা ও বিশ্বকে সঠিক পথে রাখার লক্ষ্যে এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববাসী আমাদের সাথে যোগ দেবে।’