ব্রিট বাংলা ডেস্ক :: নবনিযুক্ত এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার দায়িত্ব বুঝে নিয়েছেন। আজ রোববার সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
সকালে আপিল বিভাগে ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনায় এটর্নি জেনারেল হিসেবে শুনানিতে অংশ নেন আমিন উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর তিনি আজ এটর্নি জেনারেলের কার্যালয়ে বসেন।
এটর্নি জেনারেলের কার্যালয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তাসহ বিভিন্ন আইনজীবীরা আমিন উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে গত বৃহস্পতিবার সিনিয়র এই আইনজীবীকে এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও সভাপতি।
উল্লেখ্য, গত ২৭শে সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন আমিন উদ্দিন।।
Advertisement