নর্থাম্পটন প্রতিনিধি : এন টিভির নর্থাম্পটন প্রতিনিধি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়ছল এর পিতা দরগাপাশা এ আর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো: আব্দুর রহীম চৌধুরী বৃহস্প্রতিবার বাংলাদেশ সময় সকাল ৬:১০ মিনিটের সময় রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মরহুমের জানাজার নামাজ শনিবার তাঁর পিতৃনিবাস সুনামগঞ্জের ষোলগর দরগাহ পাশা পুরাতন জামে মসজিদে অনুষ্ঠানের পর তাঁর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ১ছেলে ৩মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, চ্যানেল এস, জনমত ও ব্রিট বাংলার রিপোর্টার এহসানুল ইসলাম চৌধুরী শামীম এক বিবৃতিতে রহিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এন টিভি নর্থাম্পটন প্রতিনিধির পিতার ইন্তেকাল
Advertisement