এবার স্কুলে মাস্ক পরার বিষয়ে ইউটার্ন মারলেন বরিস জনসন

ব্রিটবাংলা ডেস্ক : স্কটল্যান্ডকে অনুসরন করে এবার ইংল্যান্ডের সেকেন্ডারী স্কুলে মাস্ক পরার বিষয়েও সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত স্কুলে মাস্ক পরার বিপক্ষে অবস্থান থাকলেও বুধবার প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইংল্যান্ডের যেসব এলাকায় স্থানীয়ভাবে লকডাউন বহাল রয়েছে সেসব এলাকার সেকেন্ডারী স্কুলের বারান্দা, লাইব্রেরীসহ অন্যান্য খোলা জায়গায় শিক্ষার্থীদের জন্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তবে ইংল্যান্ডের বাকী এলাকার স্কুলে মাস্ক পরার বিষয়ে সিদ্ধান্ত নিবেন স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষক।
সোমবার থেকে নর্দার্ন আয়ারল্যান্ডে সব সেকেন্ডারী স্কুলের বারান্দা বা লাইব্রেরীসহ খোলা জায়গায় সব শিক্ষার্থীর জন্যে মাস্ক পরা বাধ্যতামূলক। একই নিয়ম স্কটল্যান্ডেও। স্কটল্যান্ডে স্কুল বাসেও মাস্ক পরা বাধ্যতামূলক। ওয়েলসেও বারান্দা এবং লাইব্রেরীতে ১১ বছর বয়স থেকে সব শিক্ষার্থীদের জন্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
ইংল্যান্ডে পহেলা সেপ্টেম্বর থেকে স্কুলে মাস্ক পরার বিষয়ে সরকারের নতুন গাইড লাইন কার্যকর হবে। যদি করোনা সংক্রমন বাড়ে তাহলে স্কুলগুলোতে নিয়ম আরো কঠোর করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

Advertisement