এম ফাইভ মোটরওয়েতে গাড়ি দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত : M5 crash: At least four killed

ব্রিটবাংলা রিপোর্ট : এম ফাইভে মোটরওয়েতে এক গাড়ি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সমারসেট পুলিশ জানিয়েছে, এম ফাইভের জংশন ১৬ এবং ১৪ এর ভেতরে আলমন্সবারি এবং সাউথ গ্লোস্টারশায়ারে শনিবার বিকেল আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৪জন নিহত হন বলে পুলিশ নিশ্চিত করে। একটি গাড়ি ও কয়েকটি গাড়ির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পর মটরওয়ে বন্ধ রয়েছে। প্রায় ৬ মাইলজুড়ে গাড়ির লাইন পরেছে।  দীর্ঘ সময় রোড বন্ধ থাকতে পারে বলে পুলিশ।

M5 crash: At least four killed

At least four people have died after a crash involving several vehicles, including a lorry, on the M5 motorway.

Avon and Somerset Police said the collision happened between junction 16 near Almondsbury in south Gloucestershire and junction 14 near Falfield.

The force said: “Sadly, at least four people have died.”

The motorway is closed in both directions after the crash which happened at around 2.30pm on Saturday.

Police said the motorway would be closed for “a considerable amount of time”.

Highways England said traffic queues stretched for around six miles.

Advertisement