ব্রিটেনের বিচার ব্যবস্থা কীভাবে পরিচালিত হয়, কোন আদালতের কাজ কী- এ ব্যাপারে জনসাধারণকে একটি ধারণা দিতে হাইবারী কর্ণার ম্যাজিস্ট্রেট কোর্ট ও ইস্ট লন্ডন মসজিদের যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইস্ট লন্ডন মসজিদের ডাইরেক্টর দেলওয়ার খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন হাইবারী কোর্টের ম্যাজিস্ট্রেট আমানডা গিবন, লিন্ডা লোগান ও মার্টিন ক্লার্ক।
সেমিনারে বিচারকবৃন্দ বলেন, বৃটেনে প্রায় ১৬ হাজার ম্যাজিস্টে্রট বিভিন্ন আদালতে বিচারকাজ পরিচালনা করে থাকেন । ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য আইন শাস্ত্রে ডিগ্রীর প্রয়োজন হয় না। ম্যাজিস্ট্রেটরা কমিউনিটিরই সদস্য। কমিউনিটির বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিরাই ম্যাজিস্ট্রেট হয়ে থাকেন। ম্যাজিস্ট্রেটস কোর্টের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে । জেনারেল ম্যাজিস্ট্রেট হওয়ার পাশাপাশি কেউ চাইলে শুধু পারিবারিক কোর্টের বিচারক হতে পারেন । ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বডিতে যোগদান করে স্থানীয় কারাগারের সেবার মান পরিদর্শন করা যায়। ‘ইয়ূথ অফেন্ডার প্যানেলে’ সম্পৃক্ত হয়ে তরুণ অপরাধীদের অপরাধ প্রবণতা প্রতিরোধে কাজ করা যায়।
তাছাড়া স্থানীয় এডভাইজরি কমিটিতে অংশগ্রহণ করে ম্যাজিস্ট্রেটস নিয়োগের ক্ষেত্রে ভুমিকা রাখারও সুযোগ রয়েছে।
সেমিনারে বৃটশি-বাঙালি কমিউনিটির মানুষকে ম্যাজিস্ট্রেট হওয়ার আহবান জানিয়ে বলা হয়, ম্যাজিস্ট্রেট হওয়া খুব কঠিন নয়। ম্যাজিস্ট্রেট হতে আইন শাস্ত্রে উচ্চশিক্ষার প্রয়োজন হয় না। কমিউনিটি সম্পর্কে যদি ভালো জ্ঞান থাকে এবং তিনি যদি সমাজে ভালো ও বিশ্বাসযোগ্য মানুষ হন তাহলে তিনি সহজে ম্যাজিস্ট্রেট হতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি