ব্রিট বাংলা ডেস্ক :: এবারের এল ক্ল্যাসিকোতে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা দারুণ জমে উঠেলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেল বার্সেলোনা। তিন গোলে খেয়ে মাঠ ছেড়েছেন মেসিরা। মৌসুমের প্রথম ক্লাসিকোর প্রথমার্ধ শেষে স্কোরলাইনে ১-১ সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে যায় বার্সা। এরপর আর সমতায় ফিরতে পারেনি।
শনিবার মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ম্যাচটি অনুষ্ঠিত হয় বার্সার হোম ভেন্যু ন্যু ক্যাম্পে। তবে শুরু থেকে রিয়ালের বিপক্ষে চেপে বসতে পারেনি লিওনেল মেসি এবং আনসু ফাতিরা। রোনাল্ড কোম্যান যে পজিশনে দল সাজিয়েছেন, তাতে করে উল্টো রিয়াল মাদ্রিদই প্রথমে চেপে বসেছে বার্সার ওপর। ম্যাচের ৫ মিনিটের মাথায় করিম বেনজেমার পাস থেকে বল পেয়ে দারুণ এক প্লেসিং শটে গোল করেন রিয়াল মাদ্রিদের ফেডেরিকো ভালভার্দে।
গোল হজম করার পর খুব দ্রুতই ট্র্যাকে ফিরে আসেন মেসিরা। আনসু ফাতির গোলে সমতায় ফিরে বার্সা। কিন্তু ৬৩ মিনিটে সার্জিও রামোস আর ৯০ মিনিটে লুকা মড্রিচের গোলে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের। এতে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়েন মেসিরা।