ব্রিট বাংলা ডেস্ক :: ১৩তম এসএ গেমসে বাংলাদেশকে প্রথম পদক উপহার দিলেন হোমায়রা আক্তার অন্তরা।
কারাতে ইভেন্টে মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জিতেছেন তিনি।
এ ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তান, রূপা ঘরে তুলেছে নেপাল।
একই ইভেন্টের পুরুষ এককেও ব্রোঞ্জ জিতেছেন দেশের হাসান খান সান।
এদিন পুরুষ ভলিবলেও ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ।
দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
Advertisement