ব্রিট বাংলা ডেস্ক :: অস্ট্রেলিয়ার পিকেলোট দ্বীপ থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। বালিতে লেখা সাহায্যের চিহ্ন এসওএস সাইন দেখার পর দ্বীপ থেকে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের উদ্ধার করে। নিখোঁজের তিনদিনের মাথায় চলতি মাসের ২ তারিখ তিনজনকে উদ্ধার করা হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জে তিনদিন ধরে নিখোঁজ ছিলো ওই তিন ব্যক্তি। তারপর পিকেলোট দ্বীপ থেকে সাইন দেখে তাদেরকে উদ্ধার করা হয়। সুস্থ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাত্রই তাদেরকে পানি ও খাবার দেওয়া হয়।
নিখোঁজ হওয়া তিনজন ৩০ জুলাই পুলওয়ে থেকে নৌকায় যাত্রা শুরু করেছিল। তারা মোটামুটি ৪৩ কিলোমিটার যাত্রা করার পরিকল্পনা করেছিল। কিন্তু পথেমধ্যে নৌকার তেল শেষ হয়ে যায়। যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন তার ১৯০ কিলোমিটার দূরে তিনজনের খোঁজ মেলে।
ক্যানবেরার কমান্ডিং অফিসার ক্যাপ্টেন টেরি মরিসন এক বিবৃতিতে বলেছেন, আমরা বোর্ডের সকলের সাড়া ও পেশাদারিত্ব নিয়ে গর্বিত কারণ আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন সমুদ্রের জীবন সুরক্ষায় অবদান দায়িত্ব পালন করি।