এ লেভেলে ৩টি এস্টার নিয়ে অক্সফোর্ডে যাচ্ছেন মালালা : Malala Yousafzai gets a place at Oxford

ব্রিটবাংলা রিপোর্ট : অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাচ্ছেন মালালা ইউসুফজাই। বৃহস্পতিবার এ লেভেল পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর এক টুইট বার্তায় এই তথ্য জানান তিনি। নোবেল বিজয়ী মালালা বার্মিহ্যামে বসবাস করেন। টুইট বার্তায় তিনি এ লেভেল পরীক্ষায় উত্তীর্ন সবাইকে অভিনন্দন জানিয়েছেন। অক্সফোর্ডের লেডি মার্গারেট হলে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে পড়বেন মালালা ইউসুফজাই। অক্সফোর্ড ইউনির্ভাসিটি থেকে গত মার্চে তাকে প্রস্তাব করা হয়। তবে শর্ত ছিল অন্তত ৩টি বিষয়ে এ স্টার থাকতে হবে। মালালা যে বিষয়গুলিতে এবং যে কলেজে পড়বেন একই বিষয়ে একই কলেজে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টু পড়েছেন।
২০ বছর বয়সী মালালা মেয়েদের শিক্ষার অধিকার আদায়ের দাবীতে ক্যাম্পেইন করতে গিয়ে ২০১২ সালে পাকিস্তানে গুলিবিদ্ধ হয়েছিলেন। তালেবানরা তাকে গুলি করেছিল। মাথায় গুলিবিদ্ধ মালালা ইউসুফজাইকে তাৎক্ষনিকভাবে ইউকেতে আনা হয় চিকিৎসার জন্যে। গত বছরের এপ্রিলে শান্তির জন্যে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি। মালালা হলেন বিশ্বের মধ্যে সর্বপ্রথম সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী।

 

A-level results: Malala Yousafzai gets a place at Oxford

Malala Yousafzai has gained a place at Oxford University after getting her A-level results.

The Nobel Peace Prize winner, who lives in Birmingham, confirmed the news in a tweet congratulating all students getting their results on Thursday.

She will be studying philosophy, politics and economics at Lady Margaret Hall.

The 20-year-old was nearly killed by the Taliban in Pakistan for campaigning for girls’ rights to education in 2012.

In March, she revealed she had received an offer to study the three subjects at a UK university, on condition of achieving three As in her A-levels.

She will be studying the same course at the same college attended by Benazir Bhutto, the former Pakistani Prime Minister.

In April, Ms Yousafzai was made the youngest ever UN Messenger of Peace.

Advertisement