ব্রিটবাংলা ডেস্ক : গ্রীস্মকালীন ছুটিতে থেকেই বিকেলে এ লেভেল এবং জিসিএসই পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে সরকারের পরবর্তী পরিকল্পনার কথা জানাবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয়ে এরিমধ্যে তিনি সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তি এবং এডুকেশন সেক্রেটারীর গেভিন উইলিয়ামের সঙ্গেও কথা বলেন তিনি।
গত বৃহস্পতিবার প্রকাশিত এ লেভেল ফলাফল নিয়ে বিশৃঙ্খলার মধ্যেই আগামি বৃহস্পতিবার প্রকাশিত হতে যাচ্ছে ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের ফলাফল। তবে জিসিএসই পরীক্ষার ফলাফল প্রকাশের আগে বিভিন্ন মহল থেকে বিতর্কিত সিস্টেম পরিবর্তনের দাবী উঠেছে জোড়ালোভাবে। এরিমধ্যে নর্দার্ন আয়ারল্যান্ড সোমবার ঘোষণা করেছে, শিক্ষকদের এসেসমেন্টের উপর ভিত্তি করেই জিসিএসই’র ফলাফল দেবে। ইংল্যান্ড এবং ওয়েলেস একই পদ্ধতিতে ফলাফল প্রকাশের দাবী। সেই সঙ্গে গত বৃহস্পতিবার প্রকাশিত এ লেভেল পরীক্ষার ফলাফল বাতিল করে শিক্ষকদের এসেসমেন্টের উপর ফলাফলা প্রদানের দাবীও রয়েছে। বিতর্কিত কম্পিউটার সিস্টেমের ফলাফলে প্রায় ২ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী এ লেভেলে তাদের প্রত্যাশিত গ্রেড থেকে এক গ্রেড নিচে দেওয়া হয়েছে।
স্ককল্যান্ডে সর্বপ্রথম অনুরূপ কম্পিউটার সিস্টেমে ফলাফল প্রকাশের পর বিতর্কের মুখে তা বাতিল করে শিক্ষকদের এসেসমেন্টের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হয়। স্কটল্যান্ডকে অনুসরন করার দাবী জানিয়ে আসছে লেবার পার্টিসহ বিভিন্ন মহল। কিন্তু সব উপেক্ষা করে নিরব থাকলেও অবশেষে আজ বিকেলে একটি আপডেট দেবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও তিনি বান্ধবী এবং শিশু সন্তানকে নিয়ে স্কটল্যান্ডে সামার হলিডে কাটাচ্ছেন। তবে হলিডে সংক্ষিপ্ত করে ফিরে আসেনি তিনি।