ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার ওয়াটনি মার্কেটে বৃহস্পতিবার বিকেলে এসিড হামলা হয়েছে বলে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছিল। সামাজিক মাধ্যমের বরাত দিয়ে ব্রিটবাংলা২৪সহ গণমাধ্যমে সংবাদও ছাপা হয়। তবে এটি এসিড হামলা ছিল না বলে শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেন বারার নির্বাহী মেয়র জন বিগস। মেয়র অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ওয়াটনি মার্কেটের কাছে কমার্শিয়াল রোডে কয়েকজন দুর্বৃত্ত একজন গাড়ি চালকের মুখে ব্লিচ জাতীয় তরল মাখিয়ে তার গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই এম্বুলেন্স সার্ভিস এসে তাকে প্রাথমিক চিকিৎস দেয়। হামলার শিকার ব্যক্তিকে হাসপাতালে যাবার প্রয়োজনও হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এই ঘটনা সামাজিক মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বারার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এই আতঙ্ক দূর করতে মেয়র জন বিগস তাৎক্ষনিকভাবে বিষয়টি পুলিশী তদন্তের আহ্বান জানান। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে বিষয়টি এসিড নিক্ষেপের মতো ভয়াবহ ঘটনা নয় বলে উল্লেখ করে। পুলিশের রিপোর্ট পাওয়ার পর স্বস্থি প্রকাশ করে নির্বাহী মেয়র জন বিগস বিবৃতি বলেন, বারার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে কাউন্সিল এবং মেয়র অফিস পুলিশের সঙ্গে গভীরভাবে কাজ করে যাচ্ছে। কমিউনিটি সেইফটি লিড মেম্বার কাউন্সিলর আসমা বেগম জানান, বারার বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেয় হয় সব সময়। বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট অন্যান্য সংবাদ :
Advertisement