ওয়ালথাম ফরেস্টের উড স্ট্রীট ওয়ার্ডে টোরি কাউন্সিলর প্রার্থী মোফাজ্জল ভুঁইয়া সবার সহযোগিতা চান

ব্রিটবাংলা ডেস্ক : আগামী ৩রা মের কাউন্সিল নির্বাচনে লন্ডন বারা অব ওয়ালথাম ফরেস্টের উডস্ট্রীট ওয়ার্ডে কনজারভেটিভ পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন মোফাজ্জল ভুঁইয়া।

তার সঙ্গে দলের অন্য দুই কাউন্সিলর প্রার্থী হলেন হুমায়ূন ইরমান এবং স্টীফেন মারফি।

ব্যক্তিগতভাবে একাউন্টেন্ট মোফাজ্জল ভুঁইয়া গত প্রায় এক দশকের বেশি সময় ধরে উড স্ট্রীটে বসবাস করে আসছেন। তিনি এই এলাকার সব সমস্যার ব্যাপারে অবগত আছেন। এছাড়াও টোরি পার্টির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজিবি সংগঠনের সঙ্গে কাজ করে আসছেন তিনি।

আগামী ৩রা মে’র নির্বাচনে তিনি ওয়ার্ডের সবার সহযোগিতা কামনা করেছেন।

মোফাজ্জল ভুঁইয়া নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষের সুবিধার জন্যে ওয়ার্ডের যেসব এলাকায় ফ্রি পার্কিং নেই সেই এলাকায় অন্তত ৩০ মিনিটের জন্যে ফ্রি পার্কিং সুবিধা আদায়ের জন্যে কাজ করবেন বলে জানান তিনি। একই সঙ্গে উড স্ট্রীট লাইব্রেরী বন্ধের বিরোধীতা করবেন। কাউন্সিল ট্যাক্স কমিয়ে রাখা এবং নাইফ ক্রাইম প্রতিরোধে কাজ করে যাবার প্রতীজ্ঞা করেছেন তিনি। এছাড়াও কাউন্সিলর নির্বাচিত হলে A406 এলাকায় প্রবেশের সঙ্গে সঙ্গে ১২ পাউন্ড ৫০ পেন্স চার্জ করার জন্যে লন্ডন মেয়র সাদিক খান যে পরিকল্পনা করছেন, এর বিরুদ্ধেও লড়াই করে যাবেন বলে জানিয়েছেন মোফাজ্জল ভুঁইয়া।

উড স্ট্রীট ওয়ার্ডের সব কাউন্সিলর প্রার্থীর তালিকা নিচে দেওয়া  হল।

 

Advertisement