ওয়াশরুমেও সেলফি!

আর দুই সপ্তাহ পর মুক্তি পাবে তাপসী পান্নু অভিনীত ছবি ‘সান্ড কি আঁখ’। উত্তর প্রদেশের জোহরি গ্রামের শার্পশুটার প্রকাশি তোমার ও চন্দ্র তোমারের জীবন নিয়ে নির্মিত ছবিটিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে। তারই প্রচার নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তাপসী। ছবিটির প্রচার করতে গিয়ে একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন তাপসী। যেখানে নিজের অনেক অজানা তথ্য দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। তাপসী পান্নু জানান, একবার এক ভক্ত ওয়াশরুমে তার সঙ্গে সেলফি তোলার জন্য আবদার করে বসেছিলেন। তাপসী বলেন, ওয়াশরুমে ওই ভক্ত আমাকে বলেন আমরা কী একটি ছবি তুলতে পারি? আমি অবাক হয়ে যাই। এরকম বিড়ম্বনায় পড়তে হবে অনুমান করিনি।

এ ধরনের আরো অনেক বিড়ম্বনায় পড়তে হয়। তবে আমি আমার ভক্তদের অনেক ভালোবাসি। কারণ তাদের জন্যই আজকের আমি। এদিকে ২৫শে অক্টোবর মুক্তি পাওয়ার কথা তাপসীর ‘সান্ড কি আঁখ’ ছবিটি। এ নিয়ে তিনি বলেন, ছবিটি দেখলে ছবি মনে হবে না। বাস্তব মনে হবে। এটাই এ ছবির অন্যতম বৈশিষ্ঠ্য। আমি এতটুকু বলবো পুরো ছবিতে কোথাও বিরক্ত লাগবে না দর্শকদের।

Advertisement