ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে কার্ডিফে সভা অনুষ্ঠিত

সম্প্রতি ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভী বাজার – রাজনগর ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব নেছার আহমদের সমর্থনে এক নির্বাচনী সভা ওয়েলস এর রাজধানী কার্ডিফে অনুষ্ঠিত হয়।

ওয়েলস আাওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাইফুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সর্বজনাব ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আতাউর রহমান মধু, যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সম্পদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো; আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল উদ্দিন শিবুল, ওয়েলস যুবলীগের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুুল কালাম মোমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সম্পাদক এ বি রুনেল, সেয়ানসী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান মনা, ব্রিজেন্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহজাহান খান, ওয়েলস আওয়ামী লীগ নেতা নিপু কোরেশী, সাবেক ছাত্র নেতা কামরুল হাসান, আব্দুল রউফ, সালেহ আহমদ, আসকর আলী, আলমগীর আলম, মাহমুদ আলী ও সেবুল মিয়া প্রমুখ।
সভায় বক্তরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভী বাজার- রাজনগর ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব নেছার আমহদকে জয়যুক্ত করার জন্য বাংলাদেশে সবার আত্মীয় স্বজন, পাড়া-পড়শী, বন্ধু-বান্ধব এর সাথে যোগাযোগ করে তাদেরকে নেছার আহমদের সমর্থনে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শুধু নেছার আহমদই নন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তারা বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা-ই বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন, এ ছাড়া আর কোন বিকল্প নেই।
বক্তারা বলেন, নেতৃত্বহীন বিএনপি ভাড়াটে করে যুক্তফ্রন্ট নেতা ড: কামাল হোসেনকে ব্যবহার করে ক্ষমতায় আসার যে চক্রান্ত করছে, তা কোনদিন বাংলার মানুষ মেনে নেবেনা এবং তাদের আনুষ্ঠানিক ভাবে প্রত্যাখ্যান করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে।

Advertisement