কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা

বলিউড তারকা কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। গুরুগ্রামের ৩৭ সেক্টর থানায় ভীমসেনার প্রধান সৎপাল তনওয়ার সাইবাল থানায় এই অভিযোগটি করেছেন।

সৎপালের অভিযোগ, কঙ্গনা টুইট করে সংবিধানের অপমান করেছেন। ভারতীয় সংবিধানকে জাতিবাদী বলে তিনি মানুষকে উস্কানি দিচ্ছেন। তাই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগটি দায়ের হয়েছে বলে জানান সৎপাল তনওয়ার।

গত রোববার কঙ্গনা টুইট করেছিলেন, আধুনিক ভারতীয়রা জাতী ব্যবস্থাকে অস্বীকার করেন। ছোট শহরের লোকজন জানেন এটি আইনত গ্রহণযোগ্য নয়। কিছু লোক বিশ্বাস করেন, এটি অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পাওয়া আর ছাড়া কিছুই নয়। আমাদের সংবিধানেই শুধু সংরক্ষণের কথা আছে। চলুন এটা নিয়ে কথা বলা যাক।

কঙ্গনার এই টুইট ট্রেন্ড করার পরই তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনেছেন সৎপাল তনওয়ার।

যদিও এই ব্যক্তির বিরুদ্ধে বহু ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে। এখন কঙ্গনার তার বিরুদ্ধে হওয়া মামলার বিপক্ষে কী পদক্ষেপ নেন, সেটাই দেখার।

Advertisement