২০২১-২২ সালের জন্য কমল পরিষদ যুক্তরাজ্য শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাজ্য ও বাংলাদেশে নানা রকম সামাজিক, ক্রিড়া বিষয়ক ও চ্যারিটিমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে ২০১৮ সালে কমল পরিষদের জন্ম। এটির প্রতিষ্ঠাকালীন আহবায়ক ছিলেন আখলাকুর রাহমান মাসুম।
লোকমান হুসেন সভাপতি, আখলাকুর রাহমান মাসুম সাধারণ সম্পাদক, শামিম রহমানকে কোষাধক্ষ করে ২০২১-২২ সালের জন্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন,
সভাপতি- লোকমান হুসেন
সহ সভাপতি- সৈয়দ সোয়েব আহমেদ
সহ সভাপতি- শাহজাহান আহমেদ
সাধারণ সম্পাদক- আখলাকুর রহমান মাসুম
সহ সাধারণ সম্পাদক- মারুফ কোরেশী
সহ সাধারণ সম্পাদক-
সাংগঠনিক সম্পাদক- তাহসিন আহমেদ
সহ সাংগঠনিক সম্পাদক- শাহারিয়া মল্লিক
সহ সাংগঠনিক সম্পাদক- দেলোয়ার আহমেদ
সহ সাংগঠনিক সম্পাদক- শাহ আতিকুর রহমান
কোষাধক্ষ- শামিম রহমান
সহ কোষাধক্ষ- আফতাব আলি জগলো
ক্রীড়া সম্পাদক- কামরুল হাসান
সহ ক্রীড়া সম্পাদক- জুবায়ের বক্স
সাংস্কৃতি সম্পাদক- দেবাশিস শাহ
প্রচার সম্পাদক- হাবিব হাসান
সহপ্রচার সম্পাদক- ফয়জুল হক
সদস্য:
মতছির আলি সুভন
নাজ রহমান
মোঃ সুমন
ইয়াকুব
সাইফুল।