কমিউনিটি এওয়ার্ড পেল ইপিবিএ ইতালী শাখা

এমডি রিয়াজ হোসেন, ইতালী :  কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় কমিউনিটি এওয়ার্ড অর্জন করল ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইতালী শাখা।

ইতালীর বাংলাদেশী কমিউনিটিতে দীর্ঘদিন থেকে কমিউনিটির সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় হিউমেনিটি এওয়ার্ড পেল সামাজিক সংগঠন ইপিবিএ ইতালী শাখা। গত রোববার ফ্রান্সের পিংক সিটি হিসেবে খ্যাত তুলুজে স্থানীয় একটি হলে এ এওয়ার্ড তুলে দেন তুলুজ সিটি ডেপুটি মেয়র জিলানি লাহিয়ানী। এওয়ার্ড প্রাপ্তির পর ইপিবিএ ইতালীর শাখার সভাপতি, ইতালী মহিলা সমাজ কল্যান সমিতির সভানেত্রী লায়লা শাহ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ইতালির বাংলাদেশী কমিউনিটিতে এ স্বীকৃতি ইউরোপের সকল সংগঠন ও কমিউনিটি কর্তাদের উদ্যোমী হতে উৎসাহিত করবে । এসময় তিনি আয়োজক সংগঠন এর সভাপতি ওসমান হোসেন মনির এর প্রতি কৃতজ্ঞতা জানান ।
এওয়ার্ড গ্রহন করেন ইপিবিএ ইতালী শাখার সভাপতি লায়লা শাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার,যুগ্ম সাধারন সম্পাদক খান রবিন।

Advertisement