ব্রিট বাংলা ডেস্ক : মহামারি করোনা ছড়িয়েছে বিশ্বের প্রায় সব দেশে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৯০৪ জন। মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৪১২ জনের। আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, চীন, জার্মানি, যুক্তরাজ্য, ইরান, বেলজিয়াম, নেদারল্যান্ড। তবে আক্রান্তের তুলনায় মৃত্যুহারে বাংলাদেশ এখনও ইতালির কাছাকাছি।
শীর্ষ আক্রান্ত ১০ দেশের মৃত্যুর হার
১) যুক্তরাষ্ট্র: বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৪৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৭ জনের। মৃত্যুর হার ৩ দশমিক ২০ শতাংশ।
২) স্পেন: এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৫৫ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ৯২ শতাংশ।
৩) ইতালি: আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ১২৭ জনের। মৃত্যুর হার ১২ দশমিক ৬৩ শতাংশ।
৪) ফ্রান্স: আক্রান্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২৮ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ৪৬ শতাংশ।
৫) জার্মানি: আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচ দেশের একটি হলেও মৃত্যুর হার অনেক কম। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৬৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১৬ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৮৭ শতাংশ।
৬) চীন: করোনার আঁতুড়ঘর চীন। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৮০২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৩ জনের। মৃত্যুর হার ৪ দশমিক ০৭ শতাংশ।
৭) ইরান: আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ৩৯৯৩ জনের। মৃত্যুর হার ৬ দশমিক ১৮ শতাংশ।
৮) যুক্তরাজ্য: এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ২৪২ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ১৫৯ জনের। মৃত্যুর হার ১১ দশমিক ১৪ শতাংশ।
৯) বেলজিয়াম: আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৪০ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ৫৭ শতাংশ।
১০) নেদারল্যান্ড: আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৪৯ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৪৮ জনের। মৃত্যুর হার ১০ দশমিক ৯৩ শতাংশ।
দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের চিত্র
১) বাংলাদেশ: দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে মৃত্যুর হারে সবার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২১৮ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ১৭ শতাংশ।
২) ভারত: আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ১৬৪ জনের। মৃত্যুর হার ২ দশমিক ৯৯ শতাংশ।
৩) পাকিস্তান: আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭২ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।
৪) শ্রীলঙ্কা: আক্রান্ত হয়েছে ১৮৮ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। মৃত্যুর হার ৩ দশমিক ১৯ শতাংশ।