করোনায় খুলনায় আরও ২৩ রোগীর প্রাণহানি

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন থেকে এসব রোগীর মৃত্যু হয়।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে খুলনায় পাঁচজন, কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন, বাগেরহাটে একজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুই জন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।বিভাগের ১০টি জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১১৭ জন। এর মধ্যে ৯৩৯ জন মারা গেছেন।

Advertisement