ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকা-দিল্লির মধ্যে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিষয়ক ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার বলেছেন, ১৪ই মার্চ থেকে এই রুটে আর কোনো বিমান উড়বে না। তবে কলকাতায় থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ১৫ই মার্চ একটি বিমান উড়বে। মিডিয়াকে তিনি এসব কথা বলেছেন। একই সঙ্গে ঢাকা-চেন্নাই এবং ঢাকা-কলকাতা রুটের ফ্লাইট বাতিল করেছে বেসরকারি বিমান পরিবহন ইউএস বাংলা এয়ারলাইন্স। এর জনসংযোগ বিষয়ক জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এ কথা বলেছেন। তিনি বলেছেন, এই নির্দেশ কার্যকর হবে ১৭ই মার্চ থেকে। ভারত সরকার আগামী ১৫ই এপ্রিল থেকে সব পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়ার একদিন পরেই এমন সিদ্ধান্ত এলো।
Advertisement