করোনা ভাইরাস প্রতিরোধে বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে আইয়ুব–সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পহেলা জুন ২০২০ সকাল ১১ টায় চারখাই ইউনিয়ন কমপ্লেক্সে সপ্তাহব্যাপী লিফলেট, ঔষধ ও প্রয়োজনীয় উপকরণ বিতরনের কর্মসূচির উদ্বোধন করেন চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী। উদ্বোধনী অনুষ্টানে ইউনিয়ন পরিষদের সদস্য এবং আইয়ুব–সুফিয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন বিয়ানীবাজার প্রাইম মেডিকেল সার্ভিসের চিকিৎসক ডাঃ আহমদ হোসেন। করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বাস্থ্য বিধির বিভিন্ন দিক ব্যাখ্যার পাশাপাশি আক্রান্ত হলে করণীয় বিষয়গুলিও ডাঃ আহমদ হোসেন সবার সামনে তুলে ধরেন। তিনি সমাজের প্রত্যেকেটি নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অন্যান্যদের উৎসাহিত করার অনুরোধ জানান। করোনাভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন করতে আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ স্বাগত জানান চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী। তিনি বলেন, করোনা ভাইরাস একটি ছুয়াছে রোগ, সবাই সচেতন না হলে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব নয়। তিনি ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যও স্বেচ্ছাসেবীদের ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সকল নাগরিকের কাছে করণীয় বিষয়গুলি তুলে ধরার অনুরুধ জানান। আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে রয়েছে অসেচতনতা আর অন্যদিকে রয়েছে চিকিৎসার অপ্রতুলতা। বিশ্বে উন্নত রাষ্ট্রগুলো যখন এই সমস্যা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে তখন আমাদেরকে বিষয়টি গুরুত্ব সহকারে নিতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা তৈরী না হলে আমরা এক মারাত্মক পরিস্থিতির মধ্যে পড়বো। তাই সাধারণ জনগণকে করোনা থেকে বেঁচেথাকার উপায়, প্রয়োজনীয় উপকরণ ব্যবহার এবং আক্রান্ত হলেকরণীয় এই বিষয়গুলি জানানো একান্ত প্রয়োজন। ইউনিয়নের সকল নাগরিকের কাছে অনুষ্টানের বার্তা পৌঁছে দেয়ার জন্য সবার প্রতিঅনুরোধ করেন। সার্বিক সহযোগিতার জন্য চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী সহ ইউনিয়নের সকলসদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের সকলস্বেচ্ছাসেবীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জবরুল ইসলাম চৌধুরী, মনজুর আলম, আব্দুল আহাদ চৌধুরী, নজরুল ইসলাম, ফয়েজ আহমদ, সাইদুল আলম, এস আর সহিদ, এসি টিভির পরিচালক আলী আহমদ, রোমন চৌধুরী, সালেহ আহমদ, কবির আহমদ, কিবরিয়া আহমদ, তানবির আহমদ, তায়েফ আহমদ ছালেক আহমদ, জুমায়ূন চৌধুরী হিমেল, সৈয়দ খালেদ ও ১ নং ওয়ার্ড সদস্য নজিবুলহক আবুল সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।