করোনা: মেক্সিকোতে মৃতের সংখ্যা প্রায় এক লাখ

ব্রিট বাংলা ডেস্ক :: মেক্সিকোতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন প্রায় এক লাখ মানুষ। এর ফলে বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু হারের দিক দিয়ে বিশ্বে যে কয়েকটি দেশ রয়েছে তার মধ্যে অন্যতম মেক্সিকো। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে দেশটির স্বাস্থ্য কর্মকর্তা রিকার্ডো কর্টেজকে উদ্ধৃত করা হয়। তিনি বলছেন, মেক্সিকোতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১০ লাখ ৩ হাজার ২৫৩। মারা গেছেন কমপক্ষে ৯৮ হাজার ২৫৯ জন। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতের পরেই সর্বোচ্চ মৃত্যুহার এখন মেক্সিকোতে।

আক্রান্তের দিক দিয়ে দেশটি এখন ১১তম।

Advertisement