মোয়াজ্জেম সাজু,কানাডা থেকে: দেশের ঘরিব জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে সাহায্য সহায়তা করা বিয়ানিবাজার সমিতির মুল লক্ষ, জানালেন বিয়ানিবাজার সমিতির নেতৃবৃন্দরা। আর এই উদ্দেশ্যে নিয়ে কানাডার মন্টিয়ালে গঠন করা হয়েছে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ।এ উপলক্ষ্যে রোববার মন্ট্রিয়ালের এক রেস্টোরেন্টের হল রুমে অভিষেক ও ঈদ পূনর্মিলনি অনুস্টানের আয়োজন করে বিয়ানিবাজার সমিতি কুউব্যাক।
মন্ত্রিয়ালে সিলেটের বিয়ানিবাজারক উপজেলার বাসিন্দা নিয়ে গঠন করা হয়েছে বিয়ানিবাজার সমিতি ক্যুইবেক। কানাডায় সিলেট সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ বসবাস করেন।তারা নিজ জেলা কিংবা প্রিয় বাংলাদেশকে জড়িয়ে বিভিন্ন নাম দিয়ে কানাডায় প্রতিষ্ঠা করেছেন অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠন।প্রতিদিনের কর্মের পাশাপাশি তাদের সামাজিক ভাবেও
দেশটিতে রয়েছে অনেক সুনাম।
সমিতির সভাপতি জানান,প্রিয় দেশের অবহেলিত মানুষেদেরকে সহযোগিতা করা পরিকল্পনা এবং মন্ট্রিয়ালে কবরস্থানের জন্য জায়গা ক্রয় করারও পরিকল্পনা হাতে নিয়েছে বিয়ানিবাজার সমিতি।
তাছাড়া ইতিমধ্যে দেশের দুজন ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করেছে সংঘটনটি।
নিজের দেশের বিভিন্ন দূর্যুগপূর্ন সময়ে সাহায্যে সহায়তার জন্য বিয়ানিবাজার সমিতিকে সবাই সহযোগিতা করার আহবান জানান সমিতিতে স্থান পাওয়া অন্যান্য সদস্যরা।
অনুস্টানে সংগিত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পি আশিক, কানাডার এছাড়া ও মন্ট্রিয়ালের স্থানিও শিল্পিরাও গান পরিবেশন করেন।
বিয়ানিবাজার সমিতির অভিষেক ও ঈদ পূনর্মিলনি অনুস্টানে নবঘঠিত কমিটির সভাপতি মইনুল ইসলাম লিটনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক আহবাব হোসেন সাজু ও মাহবুব খানের পরিচালনায় উপস্থিত ছিলেন,বিয়ানীবাজার সমিতির সহ সভাপতি ছাদ উদ্দিন, তাজুল ইসলাম, মুইজুল ইসলাম, সমিতির উপদেষ্টামন্ডলীর সভাপতি আব্দুর রউফ খান, সদস্য সচিব এনাম আহমেদ, সদস্য গোলাম রব পাঠওয়ারি, আব্দুর রহিম, বাহারুল ইসলাম হানু ও আব্দুল হাই, মৌলভীবাজার জেলা সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল গণি মাস্টার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একলিমুর রেজা, গোলাপগঞ্জ থানা সমিতির প্রধান উপদেষ্টা নাজমুল ইসলাম, কবি আব্দুল হাসিব, উদীচির সভাপতি বাবলা দে, রিয়েল এস্টেট ব্যবসায়ী রশীদ খান, মো. জলিল রহমান, মুমিনুল চৌধুরী উজ্জল ও আব্দুল খালিক শিপু, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক ও করিম উল্লাহ।