কান্তে-ব্রুইনকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা জর্জিনহো

বর্তমান সময়ের সেরা তারকা লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো এমনকি গত মৌসুমের সেরা তারকা রবার্ট লেভানদোভস্কিও নেই সেরা তিনের তালিকায়। স্বাভাবিকভাবেই নতুন কাউকে ইউরোপের সেরা হিসেবে দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। প্রথমবারের মতো সেরা তিনের তালিকায় জায়গা করে শেষ পর্যন্ত উয়েফার বর্ষসেরার পুরষ্কার জিতে নিয়েছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।

ব্যাপারটা অবশ্য অনুমিতই ছিল। সদ্য শেষ হওয়া মৌসুমটা অসাধারণ কেটেছে জর্জিনহোর। চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। আর নিজ দেশ ইতালির হয়ে পেয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ। উভয় শিরোপা জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখার মূল কারিগরই ছিলেন তিনি। আর তার পুরষ্কারটাও পেলেন এ ইতালিয়ান তারকা।জর্জিনহোর সঙ্গে সেরা তিনের তালিকায় ছিলেন তারই ক্লাব সতীর্থ এনগোলো কান্তে। যদিও উয়েফার সেরা মিডফিল্ডারের পুরষ্কার ঠিকই পেয়েছেন এ ফরাসি। এছাড়া গত মৌসুমের সেরা মিডফিল্ডারের পুরষ্কার পাওয়া কেভিন ডি ব্রুইন ছিলেন তালিকায়। তাদের পেছনে ফেলে এ পুরষ্কার জিতে নেন জর্জিনহো।চেলসির গোলরক্ষক এদওয়ার্দ মেন্দি পেয়েছেন উয়েফার বর্ষসেরা গোলরক্ষকের পুরষ্কার। আর তাদের গুরু টমাস টুখেল জিতে নিয়েছেন সেরা কোচের পুরষ্কার। তবে সেরা ডিফেন্ডারের পুরষ্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা রুবেন দিয়াস। বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড আর্লিং হালান্ড জিতেছেন সেরা ফরোয়ার্ডের পুরষ্কার।নারীদের বিভাগের সব পুরষ্কারই গিয়েছে বার্সেলোনায়। কোচ, সেরা খেলোয়াড় হতে শুরু করে প্রতি বিভাগের সেরা পুরষ্কারও জিতেছে কাতালান ক্লাবের খেলোয়াড়।

উয়েফা বর্ষসেরা তালিকা

সেরা খেলোয়াড়: জর্জিনহো (চেলসি)

সেরা কোচ: টমাস টুখেল (চেলসি)

সেরা গোলরক্ষক: এদওয়ার্দ মেন্দি (চেলসি)

সেরা ডিফেন্ডার: রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)

সেরা মিডফিল্ডার: এনগোলো কান্তে (চেলসি)

সেরা ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (বরুসিয়া ডর্টমুন্ড)

উয়েফা নারী বর্ষসেরা তালিকা

সেরা গোলরক্ষক: সান্দ্রা পানোস (বার্সেলোনা)

সেরা ডিফেন্ডার: ইরিন পারাদেস (বার্সেলোনা)

সেরা মিডফিল্ডার: আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)

সেরা ফরোয়ার্ড: জেনিফার হারমোসো (বার্সেলোনা)

সেরা খেলোয়াড়: আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)

সেরা কোচ: লুইস কোর্তেস (বার্সেলোনা)

Advertisement