কারামুক্তির কয়েক মিনিট পর আবারও গ্রেফতার পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি আবারও গ্রেফতার হয়েছেন।মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআইয়ের আরেক নেত্রী মুসারাত জামশেদ চিমাও কারামুক্তির পর পরই গ্রেফতার হয়েছেন।আদিয়ালা জেলের বাইরে গ্রেফতার হওয়ার আগে কুরেশি সাংবাদিকদের বলেন, তিনি এখনো পিটিআইয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।কুরেশি এমন সময়ে এ কথা বললেন, যখন পিটিআই থেকে পদত্যাগের হিড়িক লেগেছে। পদত্যাগের খাতায় সর্বশেষ নাম লিখিয়েছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি। দলের জ্যেষ্ঠ সহসভাপতির পদত্যাগের ঘোষণা রাজনৈতিকভাবে চাপে থাকা ইমরান খানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।উল্লেখ্য, গ্রেফতারের পর সাবেক মন্ত্রী কুরেশিকে পুলিশ কোথায় নিয়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশিকে মুক্তি দিতে ১৮ মে নির্দেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালত জনশৃঙ্খলা আইনে তাকে গ্রেফতারের বিষয়টিকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন।

Advertisement