কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী ট্রেন ও সোনার বাংলা ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ ।রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি দুমড়ে মুচড়ে যায়। জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে সোনার বাংলার সাতটি বগি দুমড়ে-মুচড়ে লাইনচ্যুত হয়। এ সময় রেলওয়ের কোনো কর্মকর্তাকে সেখানে দেখা যায়নি। স্টেশন মাস্টার সোহাগও তার কর্মস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শুরু করে।দুর্ঘটনার কবলে পড়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ৫৮৪ জন যাত্রী ছিলেন। এ ট্রেনে বগি ছিল ১৪টি। রোববার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। রাত ১২টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা ছিল। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে পাঁচ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ার পর কেবল ঢাকার বিমানবন্দর স্টেশনে থামে।
কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৩০
Advertisement